The Courier দেখতেছিলাম। নাইকার পেছনে ফেউ লাগছে। যেখানেই যায় গোয়েন্দা দপ্তরে রিপোর্ট পাঠায়। এটা বাংলা বা হিন্দী সিনেমা হলে কী হতো ভাবছিলাম।
- স্যার, নাইকা এখন শপিংমলে। এইমাত্র নায়কের সাথে দেখা হইসে।
- ওকে! চোখে চোখে রাখো।
- ঠিকাসে স্যার!
একটু পরেই—
- স্যার! স্যার!! নায়ক নাইকা দুইজনই উধাও...!
- হোয়াট!!!
এমন সময় সুন্দরবনের এজেন্ট কল দিলো—
- স্যার, নায়ক-নাইকা দুইজনরে পাওয়া গেছে। অরা জঙ্গলে নাচানাচি করতেসে!
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।