যখন স্কুলে পড়ি, এক বড় ভাই বলছিলেন—ভার্সিটিতে পড়ালেখা করে যতটুকু শেখা যায়, হলে থেকে তারচাইতে বেশী শেখা যায়। ভাবতাম, এটা কিভাবে সম্ভব? যখন থেকে বাসার বাইরে থাকা শুরু করলাম, তখন থেকে উনার এই কথার মর্ম উপলদ্ধি করতে শুরু করলাম।

বাসার বাইরে থাকতে গিয়ে প্রথমেই সমস্যা দেখা দিলো খাবার নিয়ে। রেস্টুরেন্ট/ক্যাফের খাবার সবসময় আমার প্রিয় ছিলো। কিন্তু দিনের পর দিন যে এগুলো খাওয়া যায় না, সেটা আবিষ্কার করতে একমাসও লাগেনি। তখন আমি ফ্ল্যাট নিয়ে থাকি, একা। রান্নার জন্য বুয়া রাখা শুরু করলাম। বুয়াদের রান্নাও খাওয়া যায় না। বেশ কয়েকজন বুয়া ও দু'জন কাজের মেয়ে চেঞ্জ করেও যখন খাওয়ার বিষয়টা সমাধান করা গেল না তখন ভাবলাম ফ্ল্যাট মেট নেব। রান্না করতে পারে এরকম কাউকে খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম। ভার্সিটি হলে থাকার বাদবাকী জ্ঞানপর্বের শুরু তখন থেকে।

আপনি যে পরিবেশে বড় হয়েছেন ও যে কালচারে অভ্যস্থ, তা থেকে ব্যতিক্রম কালচারের কারো সাথে থাকা ও খাপ খাওয়ানো যে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এই জ্ঞানের শুরু তখন থেকে। চ্যালেঞ্জ গ্রহন করবো ঠিক করলাম।

যে ছেলেটাকে ফ্ল্যাট মেট হিসেবে নিলাম, তার সেন্স অব ক্লিনলিনেস ছিলো অকল্পনীয় খারাপ। কোন মানুশের পক্ষে এতটা অগোছালো ও নোংরা কিভাবে থাকা সম্ভব, সেটা নিয়ে আমি আজো ভাবি। যাহোক, উনার রান্না মোটামুটি ভালোই ছিলো কিন্তু আলু দিয়ে কিছু রান্না করলে আধা-সেদ্ধ থেকে যেত আলু। পরে আবিষ্কার করলাম, উনি আলু অর্ধেক সেদ্ধ করে তুলে রাখে এবং পরে তরকারীতে দেয়। আলু অর্ধেক সেদ্ধ করে রেখে দিলে যে বাকী জীবনেও তা আর সেদ্ধ হবে না, এই সত্য উনাকে আমি কখনো বুঝাতে পারি নাই। উনি বলতো- 'তুমি কত বছর ধরে রান্না করো? আমার দশ বছরের অভিজ্ঞতা!'

দশ বছরের অভিজ্ঞ কুকের আধা সেদ্ধ আলু না হয় খাওয়া গেল, কিন্তু সবকিছু ডিপ ফ্রিজে রেখে স্বাদ নষ্ট করার বিষয়টা মানা কষ্টকর ছিলো। উনি রান্না করা খাবার ডিপে রেখে দিতেন, মাসের পর মাস। উনার ধারণা ছিলো ডিপে খাবার কখনো নষ্ট হয় না। খাবার একদমই নষ্ট হবে না, এরকম ফ্রিজ যে শুধুমাত্র ইন্ড্রাস্ট্রিয়াল ইউজের জন্য বানানো হয় এবং কর্মার্শিয়াল মার্কেটে পাওয়া যায় না, এই সত্য উনারে কখনো বুঝাতে পারি নাই। উনার এই ডীপ ফ্রিজ প্রীতির যন্ত্রনা থেকে বাঁচতে মাঝে মাঝে বাইরে খাওয়া শুরু করতে হলো।

প্লাস্টিকের প্রতি ছিলো উনার অগাধ ভালোবাসা। কিছুদিনের ভেতরে প্লাস্টিকের তৈরি জিনিষপত্র দিয়ে উনি কিচেন ভরে ফেললেন। আমি বেশ কয়েকবার বুঝানোর চেষ্টা করেছি যে—প্লাস্টিক ক্যান্সার সৃষ্টি করে, উনি মানতেন না। উনার দৃষ্টিতে প্লাস্টিক ছিলো বিজ্ঞানের এক মহান আবিষ্কার। উনার এই বিজ্ঞানপ্রীতি থেকে বাঁচতে সবকিছু আলাদা করে কিনতে হলো আমাকে।

এতটুকু পর্যন্ত সব মেনে নেয়ার মত ছিলো। কিন্তু যেদিন আবিষ্কার করলাম, রান্না করার পর উনি হাড়ি পাতিল না ধুয়ে দিনের পর দিন রেখে দেন এবং পরে পানি দিয়ে কোনরকমে একটু ওয়াশ করেই সেটায় খাবার রাখেন, এরপর আর উনার রান্না খাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আবার শুরু করলাম বাইরে খাওয়া। মাঝে মাঝে আম্মু বিফ রান্না করে পাঠাতো। বন্ধু-বান্ধবরাও রান্না করে দিয়ে যেত। কিন্তু উনি সেগুলোও নষ্ট করে ফেলতেন পানি মিশিয়ে। আমার প্রিয় গরুর মাংস উনি ডিপে রেখে দিতেন এবং সেখান থেকে বের করে ঠান্ডা পানি মিশিয়ে গরম করে এর বারোটা বাজাতেন। মাংসে এভাবে পানি মিশিয়ে গরম করা যে উচিত না, দশ বছরের অভিজ্ঞ কুকরে আমি কোনভাবেই বুঝাতে পারিনি।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।