দ্যা ম্যাট্রিক্স হচ্ছে কম্পিউটার/আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স একদিন পৃথিবী দখল করে নিবে টাইপ হলিউডি প্রোপাগান্ডার একটা ইন্টারেস্টিং সংস্করণ, এর বেশী কিছু না। পৃথিবী দখলের লজিক হিসেবে দেখায় যে- কম্পিউটারের অনেক পাওয়ার দরকার তাই তারা হিউম্যান বডিরে পাওয়ার সেল/ ব্যাটারি হিসেবে ব্যবহার করে। আর মানুশদেরকে যখন এভাবে ব্যবহার করা হচ্ছে তখন তাদেরকে একটা ভার্চুয়াল রিয়েলিটির ভেতরে বসবাস করতে দিচ্ছে। VR হেডসেট দিয়ে যেটা আপনি এখনি পারবেন করতে। কিন্তু, VR চোখের ভেতর দিয়ে দৃশ্য গিয়ে ব্রেইনে ভার্চুয়াল রিয়েলিটির উপলদ্ধি দেয় আর এটা সরাসরি ব্রেইনে জিনিষটা জেনারেট করে, এই পার্থক্য। এর বাইরে মুভিটায় যেসব থিওরী দেখায়, এগুলো তো মনে হয় কমবেশী সকলেই জানে। মানে, ২০২১ সালের জন্য এগুলো নতুন কিছু না আরকি।

তো, ম্যাট্রিক্স নিয়া অবশ্য আপনি চাইলে অন্যরকম ইন্টারেস্টিং ভাবনাও ভাবতে পারেন। এই যেমন ধরেন- আমরা এই যে পৃথিবীতে আছি, এটা আমাদের ব্রেইনে জেনারেটেড একটা সিমুলেশন মাত্র। আমরা হয়তো আমাদের দেখা মহাবিশ্বের বাইরে কোন একটা জায়গায় যাস্ট শুয়ে আছি, আমাদেরকে এই রিয়েলিটির ভেতরে নিক্ষেপ করা হইছে টেস্ট করার জন্য। পাবজি গেমে যেমন ৫০ জন প্লেয়ার একটা ভার্চুয়াল দুনিয়াতে ঢুকে মারামারি করে। মানে, প্রসেসটা এরকম আরকি। এইভাবে ভাবলে ম্যাট্রিক্স নিয়া অত বিতর্কের কিছু থাকে না আর।

যাহোক, The Matrix Resurrections হলে দেখার জন্য অপেক্ষায় রইলাম।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।