ঠিক এরকম একটা জায়গা পৃথিবীর কোথাও থাকলে ভালো হতো। এই গাছটার নিচে বইসা থাকতাম। এই পরিবেশটার VR সংস্করণ বানানোর প্ল্যান আছে। একটা Oculus Rift কেনা দরকার।

VR যখন অনেক উন্নত হবে তখন মানুশ তাদের প্রিয় প্রিয় পরিবেশ তৈরির কাষ্টম অর্ডার দিবে বলে আমার মনে হয়। ফেসবুক তো VR দিয়ে রিমোট অফিস মিটিং চালু করতেছে। এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে ট্রাভেল পর্যন্ত VR দিয়ে হবে একসময়। ব্রেইন চোখ থেকে ইনপুট নিয়ে আমাদেরকে যে বাস্তবতা দেখায়/উপলদ্ধি করায়, ঐ লেভেলের সিমুলেশন একসময় VR দিয়ে সম্ভব হবে। গায়ে বৃষ্টি-বাতাস লাগার অনুভূতি, ফুলের গন্ধ, এসবও কৃত্তিমভাবে ব্রেইনের ভেতরে তৈরি করা সম্ভব। তখন এই পরিবেশ বাস্তব থেকেও বেশী ভালো লাগবে আপনার। কারণ, বাস্তবে আপনার নাক, চোখ ও নার্ভ সিস্টেম অতটা ভালো না দুনিয়ারে পুরোপুরি ফিল করার জন্য।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।