ফ্যান খুলে পড়ার বেশ কয়েকটা ঘটনা দেখলাম গত এক মাসে। আমার বাসায় সিলিং ফ্যানের সিকিউরিটির জন্য একটা এক্সট্রা তার আছে যেটা দিয়ে ফ্যান লক করে রাখা হয়। কিন্তু, যদি ফ্যান স্ট্যান্ড ভেঙ্গে পড়ে যায়, তাহলে তো কিছু করার নেই। কি পরিমান বাজে ম্যাটেরিয়াল দিয়ে ফ্যান তৈরি হলে এরকম ঘটনা ঘটতে পারে!

এসব কেন ঘটছে? ফ্যান কোম্পানীগুলোর মান নিয়ন্ত্রনের দায়িত্ব কাদের? যেসব কোম্পানীর ফ্যান এভাবে ভেঙ্গে পড়ছে, সেসব কোম্পানীর বিরুদ্ধে কি কোন ব্যবস্থা গ্রহণ করার উপায় আছে?

এসব ঘটতে থাকলে আপনি আমি কেউই নিরাপদ নই। এমনকি এই পোস্টটা লিখে পোস্ট করার আগেও তো আমার ফ্যানটা খুলে মাথার উপরে পড়তে পারে।

ছবিঃ অসীম পিয়াস-এর টাইমলাইন থেকে নেয়া।

[image]

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।