নেটওয়ার্কিং - ৯

নেটওয়ার্কিং ঠিক রাখার জন্য বেস্ট পলিসি হচ্ছে ফেসবুকে একাউন্ট না রাখা। অথবা, সিরিয়াস নেটওয়ার্কের লোকজনকে ফেসবুকে এড না করা। ফেসবুকের কিছু ফিচারের জন্য আপনার সাথে অন্যের সম্পর্কের অবনতি ঘটতে পারে। এরকম কয়েকটি ফিচারের একটি হচ্ছে ফেসবুকের ইনবক্স সিস্টেম।

ফেসবুক ইনবক্সে কয়েকটা ব্যাপার ঘটে—

১) কেউ আপনাকে ম্যাসেজ দিলো, আপনি সীন দিয়ে রেখে দিলেন কিন্তু জবাব দিলেন না। এমনকি ব্যস্ততা শেষে দুই/একদিন পরেও দিলেন না। ঐ ব্যক্তির সাথে আপনার সম্পর্কের অবনতি হবে।

২) আপনি অনেক ব্যস্ত থাকেন কিন্তু অপর ব্যক্তি ভাবছে সে ম্যাসেজ দেয়ার সাথে সাথেই আপনার জবাব দেয়া উচিত যা আপনি পারলেন না বা আপনার পক্ষে সম্ভব না। সম্পর্কের অবনতি হবে।

৩) ফেসবুকে ম্যাসেজ দেয়ার পর একটা গোল বৃত্তের মাঝে টিক চিহ্ন দিয়ে বুঝানো হয় ম্যাসেজটা ফেসবুক সার্ভার পর্যন্ত গিয়েছে। আর গোল বৃত্তটা হালকা কালার দিয়ে ভরাট করা থাকা মানে ম্যাসেজটা ব্যক্তির ডিভাইস পর্যন্ত পৌঁছেছে। এক্ষেত্রে যা হয়- অনেকের ডিভাইস সারাদিন-রাত ফেসবুকে লগইন করা থাকে কিন্তু তারা আসলে ফেসবুকে নাই। হয়তো কোন কাজে ব্যস্ত, ফোন সাইলেন্ট করা। অথবা ঘুমাচ্ছেন। কিন্তু, যিনি ম্যাসেজ পাঠিয়েছেন তিনি ভাবছেন ম্যাসেজটা অপর ব্যক্তি দেখেছেন কিন্তু রিপ্লাই দিচ্ছেন না, এমনকি সীনও দিচ্ছে না ঘন্টার পর ঘন্টা। সম্পর্কের অবনতি হবে।

এরকম আরো বেশ কিছু বিষয় আছে যার কারণে সম্পর্কের অবনতি থেকে শুরু করে হেটার পর্যন্ত তৈরি হতে পারে ফেসবুক থেকে। অন্যদিকে, ফেসবুক থেকে সিরিয়াস বিজনেস নেটওয়ার্কিং হয় না ওভাবে। বিজনেস/ক্যারিয়ার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা আপনাকে পজেটিভ তেমন কিছু দিতে পারছে না কিন্তু ক্ষতি করে যাচ্ছে ক্রমাগত।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।