যদি দীর্ঘমেয়াদি ব্যবসা করতে চান তাহলে কাস্টমার বেজ দাঁড় করানো একটা বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ন। নিজেদের সাইট/প্লাটফর্ম না তৈরি করলে সেটা কখনো হবে না। ফেসবুক/শপিফাই গায়েব হয়ে গেলে যদি আপনার কাস্টমার বেজও গায়েব হয়ে যায়, তাহলে তো আপনার কিছুই দাঁড়াইলো না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।