আপনি জীবনে কত কী অর্জন করলেন সেটা অত বড় কিছু না। আপনার মৃত্যুর পরপরই সেগুলো নিয়ে আপনি চলে যাবেন। আপনার কাজ থেকে পৃথিবীর কতজন মানুশ কতটুকু উপকৃত হলো এবং হচ্ছে, এটাই আসল ব্যাপার।
কত বড় বড় সাকসেসফুল মানুশ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং তাদের কোথাও কোন অস্তিত্ব নাই। যেন তারা পৃথিবীতে কখনোই আসে নাই।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।