আপনার ট্যালেন্ট ফেসবুকে সমালোচনায় নষ্ট না করে কিছু টেক্সট লেখেন, যা আমাদের শিক্ষার্থী ও ক্যারিয়ারে থাকা লোকজনের কাজে লাগবে। এই দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান দূর্বলতা হচ্ছে একাডেমিক টেক্সটের অভাব।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।