জিওপলিটিক্যাল বিষয়গুলো বাদ দিলেও আমাদের আরো অনেক দিক থেকে গুরুত্ব আছে। যেমন ধরেন প্রাকৃতিক সম্পদ। এই দিক থেকে বাংলাদেশের গুরুত্বের জায়গাটা বাংলাদেশীরা নিজেরাও জানে না। বাংলাদেশীরা জানে না, পৃথিবীর সবচাইতে বাসযোগ্য ভূমিতে তারা বাস করে। বিংশ শতাব্দীতে গুরুত্বপূর্ন প্রাকৃতিক সম্পদ ছিলো তেল। এই শতাব্দির গুরুত্বপূর্ন সম্পদ হচ্ছে পানি ও কৃষিজমি। আমরা এই দিক থেকে কতটা সমৃদ্ধ, এটা অনেকেই জানে না। আমেরিকানরা কৃষিতে স্বয়ংসম্পূর্ন। কিন্তু, ওদের জমি আমাদের মত উর্বর না। যেকোন সময় ওরা কৃষিতে ধরা খেয়ে যেতে পারে। ইউরোপেরও একই অবস্থা। রাশিয়া এবং ভারতেরও। আরবদের তো কৃষি জমিই নাই। কৃত্তিমভাবে বানানোর চেষ্টা করছে। চায়নাও গোবি মরুভূমিরে সবুজ করার প্রকল্প নিয়ে কাজ করছে গত ২০/২৫ বছর ধরে।
একটা গবেষণামূলক ভিডিওতে দেখেছিলাম, পৃথিবীতে যদি একটাই শহর থাকতো, সেই শহরটা হতো ঢাকা, বাংলাদেশ। এই দিক থেকেও আমাদের অবস্থান এক নাম্বারে। (ভিডিওটা Inspire to Learn গ্রুপে শেয়ার করেছিলাম কয়েক বছর আগে। খুঁজে পেলে কমেন্টে দেব।)
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।