সোশ্যাল মিডিয়ার কারণে (বিশেষ করে ফেসবুক) ট্রেডিশনাল মিডিয়াগুলোর ব্যবসা কমে গেছে। একটা পেপার বা টিভি চ্যানেলে দশ লাখ খরচ করে যেটুকু আউটপুট পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে এক লাখ করলে তারচাইতে অনেক বেশী পাওয়া যায়। ফলে, প্রাচীন এই মিডিয়াগুলো এমনিতেই বন্ধের পথে। যেটুকু টিকে থাকার সম্ভবনা তাদের ছিলো সেটাও তারা হারিয়ে ফেলছে পাবলিকের আস্থা নষ্ট করে।

আমার খারাপ লাগছে হাজার হাজার মিডিয়া কর্মীদের জন্য। তাদের কী হবে?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।