অসমাপ্ত ভাবনা - ১

হিউমেন সাইকোলজি এমনিতেই আমার প্রিয় সাবজেক্ট। প্যারেন্টিং নিয়ে স্টাডি করতে গিয়ে এই বিষয়ে সিরিয়াসলি পড়া শুরু করেছিলাম। মূলত তাতিনের জন্য। ৬/৭ বছর ধরে এসব নিয়ে স্টাডি করে কিছুটা হলেও আমাদের মূল সমস্যাগুলো বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি কেন বাংলাদেশের মানুশের ব্রেইন এত ভালো হওয়ার পরেও আমরা ভালো করতে পারছি না। এর সমাধানগুলো নিয়েও ভেবেছি অনেক। এখন পর্যন্ত আলাদা একটা সমাজ গঠনের চাইতে বেটার সমাধান পাইনি।

আলাদা সমাজ মানে আপনি এমন কিছু মানুশজনদের নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলবেন যারা এই সমস্যাগুলোর বিষয়ে সচেতন। যারা প্যারেন্টিং জানে। যারা তাদের বাচ্চাদের সঠিকভাবে বেড়ে উঠার প্রয়োজনীয় পরিবেশ দিতে প্রস্তুত। কিন্তু, এধরনের পাবলিকদের আপনি খুঁজে পেলেও তারা সকলে তো আপনার প্রতিবেশী না। দেয়াল ঘেরা একটা ছোট শহর বা জনপদ তো আর তৈরি করতে পারবেন না একসাথে থাকার জন্য। যে স্কুলে আপনার বাচ্চা যাবে সেখানে তো অসচেতন ফ্যামিলিগুলোর সন্তানেরাও আসবে। আপনার বাচ্চাকে প্রটেক্ট করতে পারবেন না ওখানে।

তাহলে?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।