প্যারেন্টিং - ৩০
'বাচ্চারা তাদের বাবাকে ঘৃণা করছে', এটা আমাদের দেশে প্রচুর দেখা যাচ্ছে এখন। এর পেছনে মূলত থাকে মায়েদের ক্রমাগত অভিযোগ এবং ক্ষেত্র বিশেষে পলিটিক্স। যেসব বাবাদের তাদের বাচ্চারা ঘৃণা করে, সেসব বাবাদেরও যে কোন দোষ নেই এরকম না। কিন্তু, ঘৃণা সেটার সমাধান না। কারণ, কোনকিছুই একতরফা ঘটে না। ঘটনার পেছনেও ঘটনা থাকে। ক্ষমা একটা গুরুত্বপূর্ন ব্যাপার যেটা অনেক সমস্যা সমাধান করতে পারে।
দিন শেষে একজন মানুশের কাছে সবচাইতে আপন হচ্ছে তার বাবা-মা। এই পৃথিবীতে মাত্র দুইজন মানুশই সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে আপনার জন্য কিছু করবে। আপনার বাবা-মা হচ্ছে সেই দুইজন। তাই, বাচ্চাদের কাছ থেকে এই বাবা-মা-কে কেড়ে নিবেন না। কোনভাবেই না।