আপনি একা ভালো হয়ে লাভ নাই, অন্যদেরও ভালো করার চেষ্টা করবেন। সেটা আচরণে, কাজে, ক্যারিয়ারসহ সকল বিষয়েই। আপনার আশেপাশে ও দেশে যত বেশী যোগ্য লোক তৈরি হবে আপনার জন্য সেটা ততই পজেটিভ।

ধরেন আপনি অনেক যোগ্য হয়ে উঠলেন। একটা বড় প্রতিষ্ঠানে বড় পদে আছেন। কিন্তু সেখানে বাদবাকীরা পার্শ্ববর্তী কোন দেশের লোক যারা আবার আপনার দেশের লোকজনকে ঘৃণা করে। নিজে যত যোগ্যই হয়ে উঠেন না কেন; আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।