আমার পূর্বপুরুষদের চারপ্রজন্ম পর্যন্ত ইতিহাস জানি। আমার বাবা-চাচা, দাদা, দাদার বাবা ও চাচা, তাঁর বাবা ও চাচা। আমার দাদা এবং তাঁর পূর্বপুরুষেরা সব ছিলেন শিক্ষক ও ডাক্তার। কিন্তু একইসাথে তাদের অনেক জমি ছিলো এবং সেখানে তারা চাষ করতেন। তার মানে কৃষকও। কৃষি কাজ নিয়ে তাদেরকে কখনো লজ্জিত হতে শুনিনি বরং প্রচুর ফসল আর মাছের উৎপাদন থাকায় শিক্ষকতা ও ডাক্তারি বলতে গেলে বিনা পয়সাতেই করতেন। শিক্ষক ও ডাক্তার হিসেবে উনাদের অনেক সুনাম ছিলো। চাইলে কৃষি কাজ না করেও ভালো থাকতে পারতেন।

মাঝে মাঝে ভাবি, কবে থেকে ও কিভাবে আমরা কৃষি কাজরে ছোট হিসেবে দেখা শুরু করলাম?

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।