সহজ জীবন - ১৪
মানুষ মোটিভেশন হারায় মূলত গোলের অভাবে। আবার গোল কী, তা না জানার কারণে অনেকের জীবনে কোন গোল নাই। টাকা-পয়সা উপার্জন, ভালো ক্যারিয়ার, জনপ্রিয়তা অর্জন, এগুলোর কোনটাই গোল না। এগুলো মাইলস্টোন।
আপনার জীবনে গোল আছে কিনা, এটা কিভাবে বুঝবেন? সহজ একটা উপায় আছে। আপনার বেশীরভাগ কাজের উদ্দেশ্যই যদি হয় অন্যরে কনভিন্স করা, তাহলে ধরে নিতে পারেন আপনার কোন গোল নাই।