অলস বসে থাকলে আমার মাথায় নানা ধরনের গল্প ঘুরতে থাকে। অলস মস্তিস্ক যে শয়তানের কারখানা, এটা আমি তখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাই। তো একদিন এক রেস্টুরেন্টে ঢুকেছি। কেউ অর্ডার নিতে আসে না আমারো তাড়া নাই। শয়তানের কারখানায় নানা ধরনের গল্প তৈরি হতে লাগলো। ঐদিন ফানি কিছু গল্প ঘুরছিলো। নিজে গল্প বানাই নিজেই হাসি।

- এক্সকিউজ মী!

রাগী রাগী এক মেয়েকে আমার টেবিলের সামনে দাঁড়ানো অবস্থায় আবিষ্কার করলাম। শয়তানরা সব ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু একটা শয়তান মনে হয় যায় নাই। বাকীটুকু পড়তে এখানে ক্লিক করুন।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।