আপনি কথা বলে মানুষকে যতটুকু মুগ্ধ করতে পারবেন কথা শুনে তারচাইতে বেশী পারবেন।
বহু বছর আগে ডেল কার্নেগী বলে গেছিলেন। এখনো একইরকম আছে ব্যপারটা।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।