পৃথিবীর টপ বিলিওনিয়াররা কৃষি জমিতে ব্যপক ইনভেস্ট করতেছে। বিলগেটস আমেরিকায় সবচাইতে বেশী কৃষি জমির মালিক এখন। বলতে পারেন আমেরিকার নাম্বার ওয়ান কৃষক। জেফ বেজস আছে ২৫ নাম্বারে। কৃষিই যে পৃথিবীর ভবিষ্যত, এটা তারা কৃষিপ্রধান বাংলাদেশীদের চাইতে ভালো বুঝেছে।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।