পৃথিবীর সকল মানুষ যদি যথেষ্ঠ জ্ঞানী হতো, তাহলে পৃথিবীতে এত দেশ তৈরি হতো না। আর এই দেশ সিস্টেম যদি না থাকতো, তাহলে বাংলাদেশের এই ভূমি কৃষি কাজের জন্য সংরক্ষিত থাকতো। এখানে শহর-কল-কারখানা তৈরির অনুমতি থাকতো না। শুধুমাত্র কৃষকদের থাকার অনুমতি দেয়া হতো আর তাদের শিক্ষার জন্য কিছু এগ্রিকালচার একাডেমি। এত বড় সমতল ও উর্বর ভূমি পৃথিবীর আর কোথাও নেই।

Ai যদি কখনো পুরো পৃথিবী নিয়ন্ত্রনের সুযোগ পায়, তাহলে এটা ঘটতে পারে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।