The Post Corona Era
২০২০ এর মাঝামাঝি কিংবা ২০২১ সাল থেকে আমরা এই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। তথ্য-প্রযুক্তির বিকাশের কারণে গত বিশ বছর ধরে পৃথিবী অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছিলো। পোস্ট করোনা এরা যুক্ত করেছে নতুন আরেকটা ডাইমেনশন। অতীতের হিসাব-নিকাশ এমনিতেই অচল হয়ে পড়েছিলো এখন পুরোপুরি বদলে যাবে।
করোনা পরবর্তী যুগের হিসাব নিকাশ যারা বুঝবে না তারা ক্যারিয়ার, ব্যবসা-বানিজ্য, রাজনীতি; কোনটাতেই ভালো করতে পারবে না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।