ইভ্যালি বন্ধ হবে না বা পালিয়ে যাবে না। ওরা যে বিজনেস মডেল ফলো করতেছে, এটা প্রফিটেবল। অনেকে পিরামিড স্কিমের সাথে গুলিয়ে ফেলতেছেন। ফলে ভাবতেছেন যে পালিয়ে যাবে। তবে, মিডিয়া যদি পেছনে লাগে তাহলে ওরা এই দুই/তিন বছর সময়টা পাবে না। ঐদিকটা তারা ভালোই ম্যানেজ করতে পারতেছে বইলা মনে হইতেছে (এখন পর্যন্ত)। প্রথম আলোর রিপোর্টটা ওদের মার্কেটিং এর কাজে লাগছে (আমি শিওর না এর জন্য প্রথম আলোরে ওরা পে করছে কিনা)।
ইভ্যালি যদি দুই/তিনশ কোটি টাকা হাতে নিয়ে নামতে পারতো তাহলে সকল অর্ডার ৪৫ দিনের ভেতরেই ডেলিভারি দিতে পারতো। ঐ পরিমান টাকা তারা পাবলিকের টাকা খাটিয়ে সহজেই তৈরি করে নিতে পারবে (কয়েক বছর লাগবে হয়তো), অথবা বড় কোন ইনভেস্টর চলে আসবে।
কাজটা ওরা ঠিক করতেছে না বেঠিক, এই আলাপে আজকে যাবো না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।