মানুষ নিয়া গবেষণা করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ৯ শতাধিক হিউমেন ট্রেইটের ব্যপারে ঘাঁটলাম। শ'খানেক মেজর হিউমেন ট্রেইট নিয়ে পড়ার পর নিজের অজান্তেই আপনি বলে উঠবেন- কীয়েক্টাবস্থা! মানুষ সম্পর্কে জানার জন্য মানুষের ট্রেইটগুলো জানার কোন বিকল্প নাই সম্ভবত। মনোবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন।

মানুষের চরিত্র বাদ দিলেও যদি শুধু তাদের শারীরিক গঠন কিংবা ফ্যাশন নিয়েও পড়েন, আপনি আবার বলে উঠবেন- কীয়েক্টাবস্থা! এই যেমন, পুরুষদের ২০/২৫ রকমের চুলের স্টাইল দেখে ভাবতে পারেন, ছেলেরাও রং-ঢং-এ কমতিতে নাই। মেয়েদের চুলের স্টাইল নিয়ে আর কী বলবো। কত ধরনের হেয়ার স্টাইল যে আছে! এই যেমন পনি টেইল। পনি টেইল তো আমাদের দেশে বেশ পরিচিত। কিন্তু পিগ টেইল কি পরিচিত? হ্যাঁ, খুব ভালোভাবেই পরিচিত। মেয়েদের বেনী করা চুল হচ্ছে পিগ টেইল। ভাবছিলাম, এদেশের পাবলিক যদি জানে এটা পিগ টেইল, তারা কি আর চুল বেনী করবে?

একটা স্ক্রিনশটে শুধুমাত্র চুলের স্টাইলগুলোর একটা তালিকা দিলাম।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।