বাংলাদেশের বিখ্যাত এক লেখককের ব্যপারে এক মেয়েকে দেখেছিলাম ভয়ানক সব অভিযোগ করতে। ঐ মেয়ে দাবী করেছিলো ঐ লেখকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন। শুধু চিনেন না, খুব ভালোভাবেই চিনেন। এবং এই লোক কোন লেভেলের খারাপ মানুষ তিনি জানেন.. ইত্যাদি ইত্যাদি। তো, সেই লেখকের সাথে আমার ভালো সম্পর্ক থাকায় ব্যপারটা নিয়ে জানতে চাইলাম। উনি বললেন, এই মেয়েকে তিনি চিনেন না। তারপর ইনবক্সে সেই মেয়েকে একটা ম্যাসেজ দিতে গিয়ে আবিষ্কার করলেন মেয়েটা তিন/চার বছর আগে খুব সুন্দর করে "ভাইয়া... আমি আপনার মস্ত ফ্যান..." টাইপ একটা ম্যাসেজ করেছিলো। কিন্তু সেই ম্যাসেজ লেখকের চোখে পড়ে নাই, ফলে জবাব দিতে পারেন নাই। আমরা ধারণা করলাম এই জবাব না দেয়াতেই উনি এত ক্ষ্যাপা। আমার পরিচিত আরেকজন আছে যিনি এই লেখককে দুই চোখে দেখতে পারেন না। দোষ ঐ একটাই, ইনবক্সে ম্যাসেজের রিপ্লাই পাননি।

এই স্টোরি বলার কারণ হচ্ছে আজকে ফেসবুক ইনবক্সে ফিল্টারড ম্যাসেজ চেক করে দেখি অসংখ্য চমৎকার সব ম্যাসেজ। যেহেতু ফিল্টারড ম্যাসেজ দুই/তিন বছর পর পর একবার চেক করা হয়, স্বভাবতই এগুলো চোখ এড়িয়ে গিয়েছে। ভাবছি, কতজন এনিমি তৈরি হলো এভাবে কে জানে!

সহজ জীবন নিশ্চিত করার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া ও অনলাইন ব্যবহারেও সতর্ক থাকতে হবে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।