সহজ জীবন - ১২
পীচফুল লাইফের একটা সহজ উপায় হচ্ছে ব্যক্তিগত শত্রু/অপছন্দের সবাইরে ক্ষমা করে দেয়া। আপনি যদি স্রষ্ট্রায় বিশ্বাস করে থাকেন, তাহলে তো জানেনই যে- এরা আপনার যে ক্ষতি করেছে সেটার বিচার একদিন হবে। আর যদি না করে থাকেন, তাহলে অন্তত নিজের শান্তি ও সমৃদ্ধির জন্য ক্ষমা করতে পারেন।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।