মানুষের একদম কোর চাহিদা মূলত তিনটা। অন্ন-বস্ত্র-বাসস্থান। এর ভেতরে বাসস্থান আর যথেষ্ঠ বস্ত্র ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু খাবার ছাড়া সম্ভব না। ধরেন, পৃথিবীতে যদি খুব বড় ধরনের কেওয়াস লেগে যায়, তখন শুধুমাত্র কৃষি নির্ভর দেশগুলো সার্ভাইব করবে, বাকীরা.. যারা খাদ্য আমদানী করে টিকে থাকে, তারা সার্ভাইব করবে না। আবার, যাদের খাবার উৎপাদন যন্ত্র ও প্রযুক্তি নির্ভর, তাদের পক্ষেও কঠিন হবে (যেমন ইউরোপ-আমেরিকা)। শুধু কৃষি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশ সম্ভবত পৃথিবীতে এক নাম্বার। মানে, এখানকার মাটি কোনরকম সার-যন্ত্র ছাড়াই এমনি ফসল ফলানোর উপযোগী। যেটা এক্সট্রিম সিচ্যুয়েশনের জন্য জরুরী। মানে, আপনার সার নাই, যন্ত্র নাই, প্রযুক্তি নাই... বীজ মাটিতে ফেলে দিলেন আর ফসল হলো, খেয়ে বেঁচে রইলেন। এই সুবিধাটার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ সময়েও আমরা টিকে থাকবো।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।