একুশ শতকে টিকে থাকতে হলে প্রতিদিন শেখার উপরে থাকতে হবে। Edx ডট .org, Udemy, এধরনের আপডেটেড কনটেন্ট থেকে শিখতে হবে। স্কুল-কলেজ-ভার্সিটি ও ছাপানো টেক্সটবুকের বিদ্যার উপরে নির্ভর করে থাকাটা ভুল হবে, কারণ ওগুলো আপডেটেড না। আর অবশ্যই আপনার একটা কম্পিউটার থাকতে হবে। মোবাইল দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সম্ভব, শেখা বা গবেষণা সম্ভব না। কম্পিউটার কেনার ক্ষেত্রে হয় ম্যাকবুক কিনুন অথবা ডেস্কটপ। আইবিএম গোত্রের ল্যাপটপগুলোর ক্ষমতা কম ও কম টেকে।
এবং লার্নিং সাইটগুলোতে চোখ রাখুন। গতকালকেও Udemy তাদের প্রায় ১৫০০ ডলারের কোর্স ফ্রি করে দিয়েছিলো (Inspire to Learn গ্রুপে লিংক শেয়ার করেছিলাম)। এরকম অফার এখন প্রায়ই পাবেন এবং লার্নিং প্লাটফর্মের সংখ্যা এখন বাড়তেই থাকবে।
হ্যাপি লার্নিং... গুড লাক।