আত্মসমালোচনা ভালো। কিন্তু অতিরিক্ত কোন কিছুই ভালো না। আবার না-জেনে ব্লেইম করা খারাপ। আমাদের অনেক সমস্যা আছে। কিন্তু কিছু সমস্যায় বাঙালি কিংবা বাংলাদেশীরা ইউনিক না। এই যেমন- হুজুগ। বাঙালির চাইতেও অনেক বেশী হুজুগে জাতি আছে। পাবলিকের আইন ভঙ্গ করা, সচেতনতার অভাবও শুধুমাত্র আমাদের একার সমস্যা না। আমেরিকার নিউইয়র্ক সিটি করোনাতে ভয়াবহভাবে আক্রান্ত। এর ভেতরেও নেভির একটা হসপিটাল জাহাজ আসছে শুনে দলে দলে নিউয়র্কবাসী লকডাউন ভঙ্গ করে সেটা দেখতে গেছে (ভিডিওর লিংক)। যুক্তরাজ্য (ইংল্যান্ড) এর অথরিটি ঘোষণা দিয়েছে পাবলিক কথা না শুনলে কঠিন ব্যবস্থা নেয়া হবে (বিবিসিতে নিউজ আছে, দেখেন)। ইটালিসহ আরো অনেক দেশে পাবলিকরে রাস্তায় নামা থেকে বিরত থাকার জন্য জরিমানার ব্যবস্থা চালু করতে হয়েছে। অনেক দেশে তো কার্ফিউ পর্যন্ত দিতে হচ্ছে। আমেরিকার মত জায়গায় বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। চায়নাকে রাতারাতি হাজার হাজার বেডের হসপিটাল তৈরি করতে হয়েছে পরিস্থিতি সামাল দেয়ার জন্য। তাও সবাই হিমসিম খেয়ে যাচ্ছে।

সুতরাং... পাবলিক কিংবা কোন পেশার মানুষদের ব্লেইম আর নিজেদের জাতি নিয়ে মিম তৈরির আগে একটু জেনে নিলে ভালো হয়। নিজের অজ্ঞতার কারণে অন্যদের নিয়ে হাসাহাসি ও পুরো জাতি তুলে গালাগালি না করাই ভালো।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।