সকালে ঘুমানো আর ব্রেকফাস্ট না করা যে একটা 'বড়লোকি' ব্যপার, এইটা বাঙালির মাথায় কারা ঢুকিয়েছে? বাংলা সিনেমা?
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।