জম্বি এপোকেলিপস মুভিগুলোতে দলে দলে জম্বি এসে আক্রমণ চালাতে দেখেছিলেন না? পরিস্থিতি কয়েক মাসের ভেতরে স্বাভাবিক না হলে এবং গরীব মানুষদের খাবারের ব্যবস্থা করা না গেলে, জম্বিদের মতই এরা আপনার আমার বাসায় এসে হামলা চালাবে। লাখ লাখ না খেয়ে থাকা লোকের এই এ্যাটাক থামানোর ক্ষমতা পৃথিবীর কোন সেনাবাহিনীর নাই। প্রথমে আক্রান্ত হবে রাজনৈতিক নেতা ও বড় বড় ব্যবসায়ীরা। সুতরাং... দল-মত নির্বিশেষে আন্তরিকভাবে এই দূর্যোগ মোকাবিলায় অংশ নিন। কোটি কোটি মানুষকে অভুক্ত রেখে নিরাপদে থাকা যায় না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।