বাগান তত্ত্ব - ৯

মানুষরে আমি দেখি একটা বাগানের মতন। মানুষের সকল জ্ঞান, ধ্যান-ধারণা, ট্রেইটগুলো সব গাছের মত। মনে করেন হিংসার গাছ, ভালোবাসার গাছ, বিজ্ঞানের গাছ, সাহিত্যের গাছ। একেকজনের বাগানে একেকটার অবস্থা একেকরকম। অনেকের বাগানে অনেক বিষাক্ত গাছ আছে। হয়তো তার বাগানে একটা দূর্লভ গাছের সন্ধান পেলাম। তখন নাকে রুমাল চেপে ধরে সেইগুলিরে পাশ কাটিয়ে আমি দূর্লভ গাছটার কাছে যাই। কারো কারো বাগান থেকে গাছের বীজ এনে নিজের বাগানে লাগাই। এতে আমার নিজের বাগান সমৃদ্ধ হয়।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।