মানুষ দুর্বলরে সেইফ ভেবে আক্রমণ করে। অথচ, আঘাত করার জন্য দুর্বলেরা হচ্ছে বেশী বিপদজনক। ছোট ও দুর্বলেরা সাধারণত বেশী প্রতিশোধ পরায়ণ হয়। যেহেতু তারা ছোট এবং তাদের জগৎ ছোট, করার মত তেমন কিছু নাই, তাই প্রতিশোধ নেয়ার ব্যপারটাই তাদের মাথায় ঘুরতে থাকে সারাক্ষন। তাই, দুর্বল ও ছোটদের ব্যপারে সাবধান হে! এরা কখনো ক্ষমা করতে পারে না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।