২০১৯

গত তিন মাসে প্রতিদিন গড়ে ১ ঘন্টারও কম ফেসবুক ব্যবহার করেছি। ডিসেম্বর মাসের গড় হচ্ছে প্রতিদিন ১৫ মিনিট। এটা মনে হয় এই বছরে আমার সেরা অর্জন। জানুয়ারী থেকে সেটা ৫ মিনিটে নামিয়ে আনার চেষ্টা করবো।

এবছরের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে ভার্সিটিয়ানের মাইলস্টোনগুলো অর্জন না হওয়া। পাঁচটা মাইলস্টোন ছিলো, মাত্র দুইটা এ্যাচিভ হয়েছে।

প্রতি বছর ১০০ বই পড়ার কর্মসূচীও ভয়াবহভাবে ফেইল করেছে। মাত্র ৩১টা বই পড়া হয়েছে এবছর। এই ৩১টা বইয়ের ভেতরে আবার ১০-টাই উপন্যাস। ১০০-তে ৩৩ যদি পাশ মার্ক হয়, তাহলে এটা পুরাই ফেইল মার্ক। এই ৩১টা বইয়ের অধিকাংশও আবার গত তিন মাসে পড়া হলো। ফেসবুকে কম আসার ফল। সুতরাং আগামী বছর আরো বেশী পড়া সম্ভব হবে, আশা করা যায়।

জানুয়ারীর ১ তারিখের আগে থিংকার ক্লাবের সবগুলো ফিচার ডেপ্লয় করার মাইলস্টোনও ফেইল। তবে, আগামী এক সপ্তাহের ভেতরে এটা রিকোভার হয়ে যাবে।

তবে, সব মিলিয়ে ২০১৯ আমার জন্য ভালো ও গুরুত্বপূর্ন একটা বছর ছিলো। ২০২০ আরো বেশী গুরুত্বপূর্ন হবে।

সবাইকে নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।