বাংলাদেশের বেশীরভাগ ভালো সফটওয়্যার কোম্পানী কিংবা ফ্রি-ল্যান্সার দেশী কাজ করতে চায় না একারণে না যে দেশে কাজ করে টাকা কম পাওয়া যায়। বরং একারণে যে- এদেশে কখনো আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন না। অথচ, আপনি বিদেশী ক্লায়েন্টদের কাজ করে প্রতিটা মাইলস্টোনে বিশেষ বিশেষ ধন্যবাদ পাবেন। অনেক ক্লায়েন্ট বোনাসও দেয়। বাংলাদেশী ক্লায়েন্টদের কাছ থেকে এসব পাওয়ার কথা কল্পনাও করা যায় না বরং তাদের সন্তুষ্ট করাটাই একটা বিশাল চ্যালেঞ্জের ব্যপার হয়ে দাঁড়ায় (এবং ৯৯% ক্ষেত্রে এরা কখনো সন্তুষ্ট হয় না কিংবা হলেও প্রকাশ করে না)। আর কখনোই আপনাকে এরা ধন্যবাদ দিবে না। আসলে, ধন্যবাদ দেয়ার সংস্কৃতিই আমাদের নাই।
ইংরেজী appreciate এর বাংলা প্রতিশব্দ নাই ঠিকভাবে। কারণ, আমরা কখনো এপ্রিশিয়েট করি না বা করতে জানি না। এর মাঝেও কেউ কেউ আছে ব্যতিক্রম। আজকে সেরকম এক ব্যতিক্রম বাঙালি ক্লায়েন্ট বগুড়া থেকে দধি এনে দিয়ে গেল। ব্যপারটা আমার জন্য কিছুটা শকিং ছিলো। দু'টো কারণে শকিং
১) এর আগে কোন বাঙালি ক্লায়েন্টকে এপ্রিশিয়েট কিংবা ধন্যবাদ দিতে দেখি নি (বোনাস কিংবা দধি এনে খাওয়ানো তো দূরের কথা)।
২) দধিটা অদ্ভুত রকমের টেস্টি! (এতদিন ঢাকায় বগুড়ার দধি নামে যা খেলাম, সেগুলো আসলে কী ছিলো?)
যাহোক, ভালো লাগলো।