আধিপত্যবাদী সম্রাজ্য টেকে না বেশীদিন। নিজেদের সেরা ভাবা আর অন্যদের তুচ্ছ ভাবা এমন একটা অযোগ্যতা, যেটা শেষ পর্যন্ত নিজের ধ্বংসের কারণ হয়। এই কারণে রোমানরা হারাইয়া গেছে, আর কখনো ঘুরে দাঁড়াতে পারে নাই এবং পারবেও না (গ্রীক আর ইটালিয়ানদের এ্যাটিটিউড খেয়াল করলে আপনি এইটা বুঝতে পারবেন)। পারস্য সম্রাজ্য হারিয়ে গেছে, আর কখনো ঘুড়ে দাঁড়াতে পারবে না। অটোমানদের পতন হইছে (যখনই তারা অংহকারী হয়ে উঠছে, তার পর থেকে তাদের পতন শুরু)। জার্মানরা এত যোগ্য হওয়ার পরেও পারে নাই। ফরাসীরা পারে নাই, তাদের চাইতে একটু কম নাক উঁচা বৃটিশরা পারছে। আরবরা পারে নাই, কোনদিন পারার সম্ভবনাও নাই। তারপর এই রোগ দেখা গেল ট্রাম্প আর মোদীর ভেতরে। তার জন্য আম্রিকা আর ভারতরে বড় মূল্য দিতে হচ্ছে।
চাইনিজদেরও এই রোগ আছে, ফলে ওরাও বড় কিংবা দীর্ঘ মেয়াদী সম্রাজ্য তৈরি করতে পারবে না।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।