থ্রি-ডি'র (ক্যাড/ভিআর/এআর) ফিউচার অনেক ভালো। থ্রিডি নিয়া একটা স্টার্টাপ আইডিয়া দেই—
যেহেতু থ্রিডির মার্কেট এখনো অনেক বড় না, তাই স্টার্টাপটা শুরু হবে একটু অন্যরকম ফরম্যাটে। প্রথমে আপনি নিরিবিলি জায়গাতে একটা ৩/৪ রুমের বাসা ভাড়া নিবেন। সেখানে এক রুমে হবে টিউটোরিয়াল রুম, এক রুমে থ্রি-ডি স্টুডিও, এক রুমে কনফারেন্স (সাধারণত মাঝে যে কমন স্পেসটা থাকে, ওখানে) এবং বাকী রুমটা হবে অফিস।
টিউটোরিয়াল রুম
এই রুমে ৬টা হাই এন্ড কম্পিউটার থাকবে, যেগুলোতে থ্রি-ডির কাজ করা যাবে। এখানে ৬ জন শিক্ষার্থী জয়েন করবে। একজন ইনস্ট্রাকটর থাকবে, সে এদেরকে শেখাবে। শিক্ষা গ্রহণ করার পদ্ধতিও অন্যরকম হবে। প্রতিদিন চার ঘন্টা করে একজনের জন্য বরাদ্দ থাকবে। মাসে ৫ হাজার টাকা করে ৬ জন = ৩০ হাজার টাকা দিবে মাসে। দুই ব্যাচ তৈরি করতে পারলে মাসে ৫০-৬০ হাজার ইনকাম। এটা দিয়ে বাড়ি ভাড়া, ইউটিলিটি + টিউটরের বেতনের একাংশ হয়ে যাবে।
থ্রি-ডি স্টুডিও
স্টুডিওতে প্রথমে ২টা সিস্টেম দিয়ে শুরু হতে পারে। শিক্ষার্থীদের ভেতরে যারা মোটামুটি কাজ শিখে ফেলবে, তারা এখানে কাজ করবে টাকার বিনিময়ে কিংবা ইন্টারর্ন হিসাবে। প্রতিষ্ঠান যেসব কাজ পাবে সেগুলো এখানে হতে পারে কিংবা ইন-হাউজ কোন প্রজেক্ট। ২জন এখানে সবসময় কাজ করলে মাসে দেড় থেকে দুই লাখ সহজেই আর্ণ করা সম্ভব (দেশী বিদেশী কাজ মিলিয়ে)।
কনফারেন্স রুম
এই রুমটা কনফারেন্সের জন্য ভাড়া দেয়া যাবে। অনেকেই আজকাল মিটিং প্লেস ভাড়া নিচ্ছে। এর থেকেও মাসে একটা ভালো এমাউন্ট আসতে পারে।
টিউটোরিয়াল ফি + কনফারেন্স রুম ভাড়া + কনট্রাক্ট ওয়ার্ক = মোটামুটি চলার মত একটা এমাউন্ট আসতে থাকবে। মূল উদ্দেশ্য হচ্ছে অনেক শিক্ষার্থীদের থ্রিডি শিখিয়ে তাদের ভেতর থেকে পটেনশিয়ালদের নিয়ে একটা টীম তৈরি করা, যারা ভবিষ্যতের বিশাল সম্ভববনাময় থ্রিডি মার্কেটপ্লেসে আপনার সাথে কাজ করবে।
এধরনের স্টুডিও যত বেশী হবে তত ভালো। মার্কেট তো বিশাল, কাজ করে শেষ করা যাবে না। খুটিনাটি আরো আইডিয়া লাগলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করবো সাহায্য করতে।