একজনরে গতকাল দিন-রাত কিভাবে হয় বুঝাইছিলাম। সাথে, চাঁদের আলো কোত্থেকে আসে দেখাইছিলাম ইউটিউবে। সে আমার থটবুকে সেই বিদ্যা পুরোটাই ঢেলে দিছে। আগামীকাল সকালে আমার প্রথম কাজ হইতেছে তারে একটা থটবুক কিনে দেয়া। যদিও তার থটবুক মেনটেইন করার বয়স এখনো হয় নাই, তবুও দেয়া যায় বা দরকার মনে হইতেছে।
ইন্টারেস্টিং ব্যপার হইলো, আজকে সকালেই প্যারেন্টিং নিয়া যে বইটা লিখতেছি, ওটায় থটবুকের বিষয়ে লিখতেছিলাম। থটবুক হলো একটা নোটবুক যেটায় আপনি আঁকাআকি করবেন, লিখবেন। অনেক বছর ধরেই আমি সব লেখালেখি কম্পিউটার আর মোবাইলে করি। কিন্তু এখনো চিন্তা করার সময় নোটবুকে আঁকাআকি অনেক হেল্প করে। এর কোন বিকল্প নাই আসলে। লেখার সময় এবং সেটা চোখে দেখার ফলে ব্রেইনের বিশেষ বিশেষ জায়গা একটিভ হওয়ার ফলে এই সুবিধা পাওয়া যায়। এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যার বিস্তারিত আমার বইয়ে পাবেন।
আপাতত, সরাসরি এডভাইস হিসেবে নিতে পারেন- "আপনার ৮ বছরের বাচ্চার জন্য থটবুক কিনে ফেলেন।" আঁকাআকি, লেখালেখি একদম ছোটবেলা থেকেই শুরু করা ভালো।