তাতিন আমাকে বলতেছে, বাবা তুমি সব নামতা পারো?
হ্যাঁ পারি। দুইয়ে একে দুই, দুই দুগুনে চার....
তুমি একশ'র নামতা পারো?
হ্যাঁ পারি। একশো একে একশো, একশো দুগুনে দুইশ....
তুমি এক হাজারের নামতা পারো?
হ্যাঁ... এক হাজারে একে এক হাজার, এক হাজার দুগুনে দুই হাজার....
তুমি এক লক্ষের নামতা পারো?
হ্যাঁ পারি... এক লক্ষ একে এক লক্ষ, এক লক্ষ দুগুনে দুই লক্ষ.....
তাতিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাবা, তুমি দশ লক্ষের নামতাও পারো?
হ্যাঁ বাবা। দশ লক্ষ একে দশ লক্ষ, দশ লক্ষ দুগুনে বিশ লক্ষ....
তাতিন এবার ভাবতে শুরু করেছে, তার বাবা সব পারে! পাশের রুমে বসে এখন আমি শুনতেছি, সে তার আম্মুকে জিজ্ঞেস করতেছে। বাবা কিভাবে এতগুলো নামতা বলতে পারে?
বিয়িং কিড ইজ দ্যা সুইটেস্ট থিং ইনডিড!