আজকাল ফেসবুকে আসি ২/৩ মিনিটের জন্য। মোস্টলি হয়তো পোস্ট দিতে আসি এবং পোস্ট করেই ট্যাব ক্লোজ করে দেই। কিংবা একটা কমেন্টে বা ইনবক্সে রিপ্লাই দিতে আসি মাঝে মাঝে। কাজের মাঝখানে থাকলে তাও আসি না। আমার ওয়েব ট্রাকার বলতেছে — গত চার মাসে ফেসবুকে ১% এরও কম সময় দিছি। এটা একটা এ্যাচিভমেন্ট বলা যায়। অন্তত, টানা চারমাস ধরে করতে পারাটা।
তো, অনেকেই এই চারমাসে নোটিশ করেছেন যে ফেসবুকে আমি কম আসি বা মাঝে মধ্যে ২/৩ দিন আসিও না। কিভাবে এটা সম্ভব জানতে চাইছেন তারা। খুব বেসিক একটা ট্রিক ফলো করছি এক্ষেত্রে — গেটিং ইনভলব উইদ সামথিং মোর ইন্টারেস্টিং...
তো, এই মোর ইন্টারেস্টিং ব্যপারটা কী? আমার ক্ষেত্রে অনলাইন গেম। বিশেষ করে একটিভ কমিউনিটি আছে এরকম কোন গেম। টর্ন নামের একটা গেম আমার অনেক কাজে আসছে। ওখানকার কমিউনিটি বিশাল। আর যেহেতু নিজেও একটা গেম ডেভেলপ করতেছি, ব্যপারটা শুধুমাত্র বিনোদনে সীমিত থাকে নাই, কাজেও হেল্প করতেছে। আগে যেমন ঘুম থেকে উঠেই ফেসবুক চেক করতাম, এখন টর্ন চেক করি। ঐ গেমের ভেতরে জিম করা যায়, জব করা যায়, রাজনীতি করা যায় এবং আরো অনেক কিছু করা যায়। সকালে জিম করে এয়ারপোর্টে গিয়ে অন্য কোন একটা দেশে ফ্লাই দেই। তারপর আবার ৩/৪ ঘন্টা পর ঐ দেশ থেকে জিনিষপত্র কিনে ট্রর্নের উদ্দেশ্যে ফ্লাই দেই। এভাবে ৩/৪ ঘন্টা পর পর ১/২ মিনিট আর রাতে অন্য গেমারদের সাথে একটু টুকটাক কথাবার্তা বলি, তাদের ড্রামা দেখি আর গেমটার ইনসাইড পলিটিক্স এনজয় করি। সব মিলিয়ে দিনে ১ ঘন্টায় আমার বিনোদন হয়ে যাচ্ছে। সাথে নেটওয়ার্কিও হচ্ছে যা ভবিষ্যতে আমার নিজের গেমে প্লেয়ার ইনভাইট করতে কাজে দিবে।
আপনি যদি ফেসবুক ছাড়তে চান, তাহলে নিজের ইন্টারেস্টের সাথে মিলিয়ে কিছু একটা নিয়ে বিজি হয়ে যেতে পারেন। সাথে সেটা যদি আপনার কাজের সাথে রিলেটেড হয়, তাহলে তো আরো ভালো।