বাংলাদেশের অধিকাংশ লেখক পাঠকের সাথে চালাকি করার চেষ্টা করে। তারা ইনিয়ে বিনিয়ে তাদের নিজেদের ধ্যান-ধারণা-মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে। এই চালাকির কারণে পাঠক তাদের পছন্দ করে না। হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিলো এইরকম চালাকি চেষ্টা না থাকা। চালাকি কেউই পছন্দ করে না। বিশেষ করে, পাবলিকের নিজস্ব ধ্যান-ধারণার বিরুদ্ধে হলে তো একদমই না।