বাংলাদেশের অধিকাংশ লেখক পাঠকের সাথে চালাকি করার চেষ্টা করে। তারা ইনিয়ে বিনিয়ে তাদের নিজেদের ধ্যান-ধারণা-মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে। এই চালাকির কারণে পাঠক তাদের পছন্দ করে না। হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিলো এইরকম চালাকি চেষ্টা না থাকা। চালাকি কেউই পছন্দ করে না। বিশেষ করে, পাবলিকের নিজস্ব ধ্যান-ধারণার বিরুদ্ধে হলে তো একদমই না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।