ওয়েল, কচুরীপানা খাওয়া নিয়া যতই হাসাহাসি করেন না কেন, এটা যদি খাবার হিসেবে ব্যবহার করা যায় তাহলে বেশ ভালো একটা ব্যপার হবে। মন্ত্রীসাহেব এই বিষয়ে কী বলেছেন সেই ভিডিও দেখলাম। উনার ইনটেনশন আমার কাছে বেশ পজেটিভ লাগলো। কচুরীপানার খাদ্যমান নিয়ে কৃষি গবেষনার প্রতিষ্ঠানগুলোতে গবেষণা হওয়া উচিত।
কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।