Idiocracy নামে একটা মুভি আছে। ওখানে দেখায় ভবিষ্যতে মানুষ কতটা স্টুপিড হয়ে যেতে পারে। মুভিটা কমেডি ক্যাটাগরির। কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন, তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্মের ওরকম স্টুপিড হয়ে যাওয়ার সম্ভবনা একেবারে কম না। বিশেষ করে ঢাকাবাসীদের সেই সম্ভবনা অনেক বেশী। ঢাকার বাতাস বিপদসীমার পাঁচগুন বেশী দূষিত। দেশের প্রথম সারির দু'টো ভার্সিটিই প্রচন্ড দূষিত এলাকায় অবস্থিত, যেখানকার বাতাসে হেভী মেটালের পরিমান অনেক বেশী যা তাদের ব্রেইন ড্যামেজ করে দিচ্ছে।

আমাদের লাইফ স্টাইলের কারণেও আমাদের ব্রেইন ড্যামেজ হয়ে দিনে দিনে স্টুপিড হয়ে যাচ্ছি। জীবনযাপন পদ্ধতির কারণে মানুষ যেভাবে ব্রেইন ড্যামেজ করছে তার ভেতরে অন্যতাম আটটা কারণ হচ্ছে-

১) অতিরিক্ত স্ট্রেস
২) পরিবেশ দূষণ
৩) সকালে নাস্তা না করা
৪) ঠিকমত না ঘুমানো (বিশেষ করে রাত জাগা)
৫) অতিরিক্ত খাওয়া
৬) ধূমপান / স্মোকিং
৭) পর্যাপ্ত পানি পান না করা
৮) প্রচুর চিনি ও চিনি জাতীয় খাবার খাওয়া

কয়টা কমন পড়লো আপনার সাথে? ঢাকাবাসী প্রজন্মের ভেতরে প্রথম দুইটা অলমোস্ট সবারই কমন সম্ভবত। আমাদের এক্সট্রিমলি ফালতু এডুকেশন সিস্টেম আর শব্দ ও বায়ূ দূষণের কারণে।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।