ফেইক আইডি থেকে কেউ আমাকে নক দিলে আমি কথা বলি। আগে ফ্রেন্ড রিকোয়েস্টও একসেপ্ট করতাম, এখন লিস্টে জায়গা নাই বলে করি না। কেন কথা বলি?
ওয়েল, আইডি ফেইক হলেও পেছনের মানুষটা কিন্তু রিয়েল। শুধু রিয়েলই না, সে আপনার প্রতি এতই ইন্টারেস্টেড যে ফেইক আইডি খুলেছে কথা বলার জন্য। তার ভেতরে যদি কোন ছেলে মেয়ে আইডি খুলে নক দেয়, সেটা তো আরো বেশী ইন্টারেস্টিং। মানে, এখানে ঘটনাটা তো আর স্বাভাবিক রইলো না। সাইকোলজি আমার প্রিয় সাবজেক্ট। একটা ছেলে মেয়ে আইডি খুলে নক কেন দিলো, এটা বেশী ইন্টারেস্ট জাগায়।
আগে অলমোস্ট সব ফেইক আইডির সাথেই কথা বলতাম, ইদানিং সময় কম থাকায় বেছে বেছে যাদেরকে পছন্দ হয় তাদের সাথে কথা বলি। পছন্দ হওয়ার ব্যপারটা আইকিউর সাথে রিলেটেড। আইকিউ বুঝার একটা সহজ তরিকা হইলো সেন্স অব হিউমার। এই যেমন ধরেন একটা ফেইক আইডি থেকে বললো-
ফেইক আইডিঃ Hi
ত্রিভুজঃ High
ফেইক আইডিঃ High?
ত্রিভুজঃ Higher
ফেইক আইডিঃ Higher?
ত্রিভুজঃ Highest
ফেইক আইডিঃ hehehehehhe
এরকম আরকি। তবে, এইসব মজা সবাই নিতে পারে না। যেমন, একবার জাহাঙ্গীর নগরের এক মেয়েরে প্রথমে ফেইক ভাবছিলাম, পরে দেখি ফেইক না। তার সাথে এরকম ফান করতে গিয়ে ব্লক খাইছিলাম। ফানটা অবশ্য সিরিয়াস একটা ব্যপারে করছিলাম। দুই/তিনদিন কথা বলার পরপরই সে তার জীবন কাহিনীর সংক্ষিপ্ত বয়ান দিয়া ফেলছিলো। সেই কাহিনী এরকম যে- একটা ছেলেরে সে অনেক পছন্দ করে কিন্তু ছেলেটা তারে পাত্তা দেয় না। আবার যেদিন সে ঐ ছেলেরে প্রপোজ করছিলো তারপর থেকে ঐ ছেলের রেজাল্ট ভালো হওয়া শুরু করছে। রেজাল্ট এই ভালো হওয়াটা তার অবদান বইলা দাবী করছিলো। আমি একটু ফান করছিলাম ব্যপারটা নিয়া, ইনস্ট্যান্ট ব্লক! এইরকম ব্লক খাওয়ার ভেতরেও শিক্ষনীয় অনেক ব্যপার আছে।
তো, গত এক যুগ ধরে অনেক ফেইক আইডির সাথে কথা বলে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু অবজার্ভ করলাম। এগুলো সব নোট করা আছে। লেখালেখিতে এইসব কাজে আসবে ভবিষ্যতে। জগতের কোন কিছুই ফেলনা না। ফেইক আইডিরা সামটাইমস রিয়েল আইডি থিকাও বেশী গুরুত্বপূর্ন, লেখকদের জন্য।