দু'টো বড় বিপদ আমাদের দিকে এগিয়ে আসতেছে—
১) আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর টোটাল অটোমেশনের ফলে স্বস্তা গার্মেন্টস শ্রমিকদের প্রয়োজন ফুরিয়ে যাবে। পশ্চিমারা তখন নিজেরাই গার্মেন্টস সেটাপ করে ফেলবে। চীন এর ভেতরে এই দিকে জোরেশোরে আগাচ্ছে। গার্মেন্টস আমাদের অর্থনীতির অনেক বড় জায়গাজুড়ে আছে। এই জায়গাটা হারালে আমাদের অবস্থা ভেনিজুয়েলার মত হয়ে যাবে।
২) আমাদেরকে মাঝারি উন্নত দেশ ঘোষণা দিয়ে গরীব দেশ হিসেবে যেসব বানিজ্যিক সুবিধা আমরা পেতাম, সেগুলো সব বন্ধ করে দেয়া হবে। আমরা যদি সত্যিই উন্নত হয়ে যেতাম, তাহলে সমস্যা ছিলো না। সমস্যা হলো, আমরা উন্নয়নটা হচ্ছে একটা বাবল। এটা যেকোনদিন বার্স্ট করবে। তারপর পরিস্থিতি কোথায় যাবে, কল্পনা করাও কষ্টকর!
ব্যাংকিং সেক্টর ও অন্যসব সেক্টরের আলাপ বাদই দিলাম। তো, এসব বিপদের মুখে আমাদের প্রস্তুতি কী?