প্যারেন্টিং - ২৪
'সবকিছু জানা থাকতে হবে', এরকম ধারণা আমাদেরকে মূর্খে পরিনত করে। তাই আপনার বাচ্চার সকল প্রশ্নের উত্তর বিজ্ঞের মত দেয়ার চেষ্টা করবেন না। মাঝে মাঝে তাকে বলুন, 'আমি জানি না, চলো আমরা ব্যপারটা জানার চেষ্টা করি'। তাকে বুঝতে দিন— সবকিছু আগে থেকেই জানা থাকা জরুরী না। এতে তার শেখার পথ তৈরি হবে।