মানুষের জীবন মাল্টি ডাইমেনশনাল। প্রতিটা ডাইমেনশনের আলাদা ওয়ালেট আছে, সেখানে আলাদা আলাদা কারেন্সী জমা হয়। টাকা-পয়সার ওয়ালেট, ইনফ্লুয়েন্সের ওয়ালেট, বন্ধুত্বের ওয়ালেট, বিশ্বাসের ওয়ালেট, ভালোবাসার ওয়ালেট। প্রতিটা ওয়ালেটের কারেন্সীর মূল্য আলাদা, বিনিময় হার আলাদা। কিছু কিছু কারেন্সীর সরাসরি বিনিময় হার নেই, এগুলো প্যাসিভ। এই যেমন- ইনফ্লুয়েন্স, বন্ধুত্ব, ও ভালোবাসা। কিন্তু মানুষের কাছে সবচাইতে ভিজিবল কারেন্সী হচ্ছে টাকা-পয়সা। ফলে, টাকা-পয়সার ওয়ালেট ভারী করার জন্য সে বাদবাকী ওয়ালেট খালি করে ফেলতে দ্বিধা করে না। অথচ, শুধু টাকার বিনিময়ে বাকী কারেন্সীগুলো পাওয়া যায় না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।