কমিউনিকেশন স্কিল ১০১

যতক্ষন পর্যন্ত আপনি ভালোভাবে কমিউনিকেট করতে না শিখবেন, ততক্ষন পর্যন্ত কমিউনিকেশনের ক্ষেত্রে বেস্ট টিপস হচ্ছে নিজে থেকে কমিউনিকেট না করা।

দ্বিতীয় টিপস হচ্ছে, অন্য সবকিছুর আগে এই স্কিল বাড়ানো। কমিউনিকেশন স্কিল ভালো না হলে অন্য সব স্কিল কাজে লাগিয়ে উপরে উঠা কঠিন।

তৃতীয় ব্যপার হচ্ছে⁠— যার কমিউনিকেশন স্কিল ভালো, তিনি আপনার কমিউনিকেশন স্কিলের সমস্যাটা কখনো দেখিয়ে দিবে না (আনলেস ক্লোজ কেউ হয়)। কারণ, এই ভুল ধরিয়ে দেয়াও কমিউনিকেশন স্কিল খারাপ থাকার লক্ষণ। ফলে, কমিউনিকেশন স্কিল ব্যপারটা আপনি অভিজ্ঞতা থেকে খুব কমই শিখতে পারবেন। ফ্যামিলি এডুকেশন আর প্রাইমারী/সেকেন্ডারী এডুকেশনের পর থেকে এটা সবসময় নিজে থেকে শেখার চেষ্টা করা লাগে।

চতুর্থ ব্যপার হচ্ছে— আপনি কাউকে যতই ক্লোজ ভেবে তার ভুল ধরিয়ে দেন না কেন, সে আর আপনার ভালো বন্ধু থাকবে না। কোনদিন সে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলেও আপনার প্রতি কৃতজ্ঞ হবে না।

Trivuz Alam

Trivuz Alam

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।