গ্রাউন্ডব্রেকিং: এক হাজার AI এজেন্টের ভেতরে হিউম্যান বিহেভিয়্যার ক্লোন

গতবছর (২০২৩) এপ্রিল মাসে একটা গবেষণার কথা শেয়ার করেছিলাম যেখানে একটা আর্টিফিশিয়াল এনভায়রমেন্ট তৈরি করে তাতে ২৫টা AI এজেন্ট ছেড়ে দেয়া হয়েছিলো (লিংক), তারা কী করে দেখার জন্য। তারপর ছয় মাস আগে (May 2024) একটা হসপিটাল সিমুলেশনের খবর শেয়ার করেছিলাম (লিংক) যেখানে AI এজেন্টরা রোগী ও ডাক্তারের ভূমিকায় থাকে।

প্রথম গবেষণাটা যারা করেছিলো (২৫ এজেন্ট), তারা গত সপ্তাহে তাদের রিসার্চের একটা গ্রাউন্ডব্রেকিং স্টেজে পৌঁছেছে। এক হাজার AI এজেন্টের ভেতরে তারা হিউম্যান বিহেভিয়ার ক্লোন করতে পেরেছে। এই হাজার AI এজেন্ট ১০৫২ জন রিয়েল হিউম্যানের বিহেভিয়ার ক্লোন করে ৮৫% পর্যন্ত রিয়েল মানুশের মত আচরণ করতে পারছে।
Source: https://arxiv.org/abs/2411.10109

কেন এটা গ্রাউন্ডব্রেকিং?

ভাবেন, আপনি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চান। পৃথিবীতে মানুশের মেজর ট্রেইটগুলো দিয়ে AI এজেন্ট বানিয়ে ছেড়ে দিলেন। তারপর তাদের উপরে নানা ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট চালালেন। (Fallout গেম ও সিরিজটা সম্পর্কে যাদের ধারণা আছে, তারা সহজেই বুঝতে পারছেন কী হতে পারে)।

এভাবে নানা ধরনের সোশ্যাল ও পলিটিক্যাল ইভেন সিভিলাইজেশন সিমুলেটর বানিয়ে তাদের গতিপথ পর্যবেক্ষন করা সম্ভব। বিভিন্ন ইভেন্ট কিভাবে সমাজ ও সভ্যতায় প্রভাব ফেলে, এধরনের গবেষণা সম্ভব।

একটা সিনেরিও বলি। মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর একটা সিমুলেশন তৈরি করা হলো। সেখানে কোটি কোটি এজেন্টের ভেতরে সকল হিউম্যান ট্রেইট যুক্ত করে ছেড়ে দেয়া হলো। তারপর পৃথিবীর ইতিহাসে যা ঘটেছিলো, তা ঘটে কিনা পর্যবেক্ষন করা হলো। আবার সময়কে পেছনে টেনে (rewind) একটা কৃত্তিম ইভেন্ট ঘটানো হলো। এই যেমন ১৯৩০ এর অর্থনৈতিক মন্দা ঘটতে দেয়া হলো না। তারপর দেখা হলো ইউরোপ ও আমেরিকায় সামাজিক পরিবর্তনগুলো ঘটে কিনা, হিটলারের উত্থান ঘটে কিনা। এভাবে নানা ধরনের গবেষণা সম্ভব।

লেখাটা একইসাথে ফেসবুক Revolution 4.0 গ্রুপে শেয়ার করা হলো।
ত্রিভুজ আলম

ত্রিভুজ আলম

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখালেখি

লেখকের আরো লেখা

ত্রিভুজ আলম কমিউনিকেশন স্কিল - ১

কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারে আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে প...

ত্রিভুজ আলম বারমুডা ট্রায়াঙ্গল - একটি সফল বানিজ্যিক রহস্য!

মানুষ স্বভাবগত ভাবেই রহস্য প্রিয়। রহস্য প্রিয় মানুষেরা রহস্যের খোঁজে বের হয়ে যুগে যুগে পৃথিবীর জন্য অনেক কিছু করেছেন তাই রহস্যপ্রিয়তাকে মানুষের স্বভাব...

ত্রিভুজ আলম ভাইরাসমুক্ত নিরাপদ কম্পিউটার

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ভেতরে এরকম কাউকে খুঁজে পাওয়া দুস্কর যিনি কখনো ভাইরাসে আক্রান্ত হননি। এন্টিভাইরাস সফটওয়্যারের পেছনে অনেক টাক...