CS DESK কিভাবে ব্যবহার করবেন বা মোবাইল অ্যাপ নিয়ে যারা জানতে চাচ্ছিলেন, তাদের জন্য এই পোস্ট।
ওয়েবে মূলত ডেস্কটপ ভার্সন রিলিজ দিয়েছিলাম, ফলে এটা মোবাইলের জন্য অপটিমাইজড না। মোবাইল অ্যাপ পরে পাবেন।
ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করার সময় টুডু লিস্ট আর স্টিকি অ্যাপ অনেকেই ব্যবহার করেন। তারা ভিন্ন ভিন্ন কয়েকটা অ্যাপ ব্যবহার না করে একটা ইন্টালফেসে এটা ব্যবহার করতে পারেন। কিছু ইনস্টল করতে না চাইলা সরাসরি ব্রাউজার থেকে ব্যবহার করুন অথব ডেস্কটপ অ্যাপ হিসেবে ইনস্টল করে নিন। ডেস্কটপ অ্যাপ হিসেবে ইনস্টল করার উপায় দেয়া হলো।
CS DESK যেভাবে ডেস্কটপ অ্যাপ হিসেবে সেটাপ করবেন:
১) ব্রাউজারে CS DESK ওপেন করুন- https://www.careerskillai.com/freetools/desk
২) ডান দিকে উপরের তিন ডটে ক্লিক করে Apps > Install CS DESK
৩) Install বাটনে ক্লিক করুন
৪) Allow-এ ক্লিক করুন।
টুডু ও স্টিকি নোটের ডাটা আপনার নিজের মেশিনে সেভ হবে এখানে, আমাদের সার্ভারে আপলোড করবে না। ফলে সিকিউরিটি ও প্রাইভেসি নিয়ে ভাবতে হবে না। লোকাল মেশিনে ডাটা সেভ করার একটা অসুবিধা হলো অন্য মেশিন থেকে আপনি ডাটাগুলো সরাসরি দেখতে পাবেন না। এই সমস্যার সমাধানে এক্সপোর্ট অপশন দেয়া হয়েছে। টুডু বা স্টিকি এক্সপোর্ট করে যেকোন মেশিন থেকে ইমপোর্ট করলেই সব ডাটা পেয়ে যাবেন। ডাটা ব্যাকাপও একইভাবে নিতে পারবেন।
সেটাপ করে নিলে একই ইন্টারফেসে বাকী টুলগুলো ব্যবহার করতে পারবেন। আরো অনেক টুল যোগ হবে এখানে।
কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারে আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে প...
মানুষ স্বভাবগত ভাবেই রহস্য প্রিয়। রহস্য প্রিয় মানুষেরা রহস্যের খোঁজে বের হয়ে যুগে যুগে পৃথিবীর জন্য অনেক কিছু করেছেন তাই রহস্যপ্রিয়তাকে মানুষের স্বভাব...
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ভেতরে এরকম কাউকে খুঁজে পাওয়া দুস্কর যিনি কখনো ভাইরাসে আক্রান্ত হননি। এন্টিভাইরাস সফটওয়্যারের পেছনে অনেক টাক...