পারসুইট অব হ্যাপিনেস

আমাদের অনুপ্রেরণার সবচাইতে বড় উৎস আমাদের প্রিয় মানুশেরা। যার জীবনে যত বেশী প্রিয় মানুশ আছে, তার জীবন ততই আনন্দময়।

কিভাবে কেউ আমাদের প্রিয় হয়ে উঠে? আপনার জন্য কেউ কিছু করছে তাই সে আপনার প্রিয়?

নাহ!

কেউ আপনার জন্য কিছু করছে বলে যদি সে প্রিয় হয়, তাহলে সে আসলে আপনার প্রিয় লোক না। এখানে আপনার প্রিয় মানুশটা আপনি নিজে। এজন্যই দেখবেন যখন থেকে তিনি আর কিছু করতে পারছে না বা করছে না, তখন তাকে আর আপনার ভালো লাগছে না, প্রিয় থাকছে না। এর একটা ভালো উদাহরণ হচ্ছে বাবা-মা'র সাথে সন্তানের সম্পর্ক—
কেউ আপনার জন্য কিছু করছে বলে যদি সে প্রিয় হয়, তাহলে সে আসলে আপনার প্রিয় লোক না। এখানে আপনার প্রিয় মানুশটা আপনি নিজে।ত্রিভুজ আলম

অনেক সন্তানের কাছে বাবা-মা একসময় ভালো থাকলেও এখন আর ভালো না কারণ তারা মনমত কিছু করতে পারছে না/দিতে পারছে না। অন্যদিকে, বাবা-মায়ের কাছে তাদের সন্তানেরা সবসময়ই প্রিয়। সে কিছু করুক আর না করুক (ব্যতক্রম অবশ্যই আছে, তবে এক্সেপশন তো উদাহরণ হয় না)।

বাবা-মায়েদের জীবনের আনন্দের সবচাইতে বড় উৎস তাদের ছেলে-মেয়েরা। একজন হলেও তাদের প্রিয় মানুশ আছে এই দুনিয়াতে।

তাহলে প্রিয় মানুশ আমরা কিভাবে বানাবো?

প্রিয় মানুশ বানানোর একমাত্র উপায় হচ্ছে নি:স্বার্থভাবে ভালোবাসতে শেখা। বাবা-মায়েরা যেমন সন্তানদের ভালোবাসে, তেমন।
ত্রিভুজ আলম

ত্রিভুজ আলম

কাজ করি তথ্যপ্রযুক্তি নিয়ে, বাদবাকী সব ভালো লাগা থেকে করা। নতুন কিছু শিখতে ভালো লাগে। গেমিং, বই পড়া, ফটোগ্রাফি, ভ্রমণ করা হয় ভালো লাগার জায়গা থেকে। আর ভালো লাগে চিন্তা করতে। সেসব চিন্তার কিছু কিছু প্রকাশ করবো এখানে।

সাম্প্রতিক লেখালেখি

লেখকের আরো লেখা

ত্রিভুজ আলম কমিউনিকেশন স্কিল - ১

কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারে আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে প...

ত্রিভুজ আলম বারমুডা ট্রায়াঙ্গল - একটি সফল বানিজ্যিক রহস্য!

মানুষ স্বভাবগত ভাবেই রহস্য প্রিয়। রহস্য প্রিয় মানুষেরা রহস্যের খোঁজে বের হয়ে যুগে যুগে পৃথিবীর জন্য অনেক কিছু করেছেন তাই রহস্যপ্রিয়তাকে মানুষের স্বভাব...

ত্রিভুজ আলম ভাইরাসমুক্ত নিরাপদ কম্পিউটার

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ভেতরে এরকম কাউকে খুঁজে পাওয়া দুস্কর যিনি কখনো ভাইরাসে আক্রান্ত হননি। এন্টিভাইরাস সফটওয়্যারের পেছনে অনেক টাক...